পাইকগাছায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা – ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রতাশী ছাত্র নেতা এস এম রফিকুল ইসলাম রফিক। গতকাল শনিবার বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে উক্ত লিফলেট বিতরণ ও গনসংযোগ তিনি। লিফলেট বিতরণ ও গনসংযোগকালে ছাত্র নেতা এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, দেশের যাবতীয় অনিয়ম, দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এ জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও যোগ্যতার নিরিখে দলের মনোনয়ন যিনি পাবেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থে সেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লিফলেট বিতরণ ও গনসংযোগকালে বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান সাদেক, ছাত্র নেতা হুমায়ুন কবির, বিএনপি নেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ, উপজেলা যুবদল নেতা গাজী ইসতেহাক,
উপজেলা শ্রমিক দলের হাসিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা জয়নাল কাজী ও স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেনসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।