বান্দরবানে লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা

- আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষনা করা হয়েছে।
গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় লালমিয়ার চর এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভানু মারমা লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করেন।
আজ রোববার গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ এর সঞ্চালনায় এসময় মেডিকেল অফিসার ডা.তাহমিনা করিম, বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সত্যজিৎ তঞ্চঙ্গ্যা, গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের ওয়াশ ফেসিলিটেটর রেং য়ং ম্রোসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ লালমিয়ার চর এর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবান পৌরসভার লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনার জন্য গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের লালমিয়ার চরে নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা,এলাকার কিশোরী মেয়েদের মাসিককালীন যথাযথ পরিচর্যা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
এক বছর পূর্বে লালমিয়ার চর এলাকার ৭৬টি পরিবারের মধ্যে ৪টি পরিবারে স্বাস্থ্যসম্মত টয়লেট ছিল না, আর ৩টি পরিবারে কোন টয়লেট ছিল না। গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন এই প্রকল্পের মাধ্যমে ৭টি পরিবারে ৭টি টয়লেট স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা করেছে এছাড়া সুপেয় পানির ব্যবস্থা করেছে এলাকাবাসীর উপকারের জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভানু মারমা লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করার পাশাপাশি উপস্থিত নারী ও পুরষদের মধ্যে বিভিন্ন সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন এবং যেকোন রোগব্যাধি দেখা দিলে বাড়ীর কাছের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে যেতে পরামর্শ দেন। এসময় ডা:ভানু মারমা আরো বলেন, লালমিয়ার চরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষনা করায় আপনাদের পাড়াবাসীদের আরো দায়িত্ব বেড়ে গেল এবং এখন থেকে পাড়ার সকলের আরো সচেতন হতে হবে এবং গ্রাউস এর বান্দরবান সদর এরিয়া প্রোগ্রামের এই কর্মকান্ডকে আরো সুন্দরভাবে বাস্তবায়নের পাশাপাশি নিজ নিজ বাড়ীর আঙ্গিনাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।