রাজশাহী তানোর কর্মরত সাংবাদিকদের সাথে জামাত এমপি প্রার্থীর মতবিনিময়

- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
রাজশাহী তানোর এ কর্মরত সকল সাংবাদিকদের সাথে মদ বিনিময় সভা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও জামাত এমপি প্রার্থী অধ্যাপক মজিবর রহমান।
গত শনিবার ২৩ আগস্ট ২০২৫ ইং তানোর পৌর শহরে তানোর আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে উপজেলা জামাতে ইসলামের আয়োজনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাতের নেতৃবৃন্দ ও উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সমসাময়িক বিষয় নিয়ে ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজশাহী ১ (তানোর -গোদাগাড়ী) আসনের জামাতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান,তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হয়। আবার মিথ্যা সংবাদ অপপ্রচারে দেশ ও জাতির সর্বনাশ হয়। সুতরাং আপনারা এলাকার সমস্যা দুর্ভোগ ছিন্নমূল মানুষের খবর প্রকাশ করে দেশ বা এলাকে এগিয়ে নিবেন। দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জুলুম রয়ে গেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছি,সেটা বাস্তবায়ন হচ্ছে। আগামীতে পি আর পদ্ধতিতে নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।কারন পি আর পদ্ধতি হলে দখল বাজি, মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ কেন্দ্র দখল থেকে শুরু করে যাবতীয় অনিয়ম দূর হবে। সুতরাং একদিন না একদিন প্রিয়ার পদ্ধতিতে এদেশে নির্বাচন হবে।
জামাতকে রাজাকারসহ স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দেওয়া হচ্ছে। এই ট্যাগের রাজনীতি করতে গিয়ে দেশ থেকে পালাতে হয়েছে। হাতেগনারা পালিয়েছে কিন্তু সমর্থক ও কর্মীরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামাত স্বাধীনতা বিরোধী ছিল না। ওই সময় নেতারা ভেবেছিল বেশ স্বাধীন হলে ভারতের কাছে পরাধীন হয়ে থাকবে। স্বাধীনতা ৫৪ বছরে আজ সেটাই প্রমাণ হয়েছে। পরাজিত ফাঁসিস্ট ভারতে বসে নানা অপকর্ম করে যাচ্ছে। আমরা দেশে কোন চাঁদাবাজ দখলবাজ নৈরাজ্য কারীদের দেখতে চাই না। আপনারা নির্ভয় সাদা কে সাদা বলবেন। কোন দলের কাছে সামান্য সুযোগ-সুবিধার জন্য নিজেকে বিকিয়ে দিবেন না।
উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ,জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামাতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জুয়েলের সঞ্চালনায় উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল ডি এম আক্কাস আলী, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, কর্ম পরিষদ সদস্য প্রফেসর আবুল কালাম আজাদ, পৌর আমির মাওলানা মোকসেদ আলী,কাজী মিজানুর রহমান, কাজী আফজাল হোসেন ও মাহাবুর প্রমুখ।