শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের কর্মী সমাবেশ

- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জর শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।গতকাল রোববার শাসকাই বাজারে কৃষক দলের এই কর্মী সমাবেশ করা হয়।
শাল্লা উপজেলার কৃষক দলের আহবায়ক মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন ও উপজেলা রফিকুল ইসলাম , আক্তার হোসেন ও বেনু মিয়া প্রমুখ।
প্রধান বক্তা একরামুল হোসেন বলেন যারা ৭১ এর যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে তারা এখন দেশ ও জাতির কাছে ক্ষমা চায়নি তাদের আমরা ভোট দিবনা। তারা দেশের শত্রু জাতির শত্রু, দেশে সুষ্ট নির্বাচন হলে সারা দেশে বিএনপি সরকার গঠন করবে। তাই আমাদের উচিৎ দিরাই -শাল্লায় সরকার দলীয় এমপি। তাই আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিব, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।