হোমনায় পিকআপ ভ্যানসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ জেলার ব্রাহ্মনপাড় থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে মো. সুজন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে পুলিশ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭) মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাকে আটক করে পুলিশ। এসময় তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বিশ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালকক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।