তারাকান্দায় ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭নং রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তারাটি বাজার প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপুর ইউনিয়ন বিএনপির টিম লিডার রাসেল মন্ডল,যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ও ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ ও তারাকান্দা উপজেলা ওলামা দলের (সাবেক) আহবায়ক আতিকুল ইসলাম প্রমূখ। কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মুন্সি।সঞ্চালনায় ছিলেন রামপুর ইউনিয়নের সদস্য সচিব মজিবর রহমান আকন্দ,শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাজুল খান,নুরে আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।