টেকনাফে ‘মৌলভীবাজার একতার বন্ধন’-এর উন্নয়নমূলক কার্যক্রমে অনুপ্রাণিত সাধারণ মানুষ

- আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ‘মৌলভীবাজার একতার বন্ধন’ নামক সমাজিক সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে সক্রিয় ভূমিকা পালন করছে।
সংগঠনটির উদ্যোগে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা, এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। পাশাপাশি স্থানীয় অসহায় পরিবারগুলোকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান এবং রমজান ও শীতকালীন সময়ে ত্রাণ বিতরণ কার্যক্রমও ব্যাপক সাড়া ফেলেছে।
‘মৌলভীবাজার একতার বন্ধন’ নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং যুব সমাজকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। দুর্যোগকালীন সময়েও সংগঠনটি সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করছে।
স্থানীয়রা মনে করেন, এই সংগঠনটি কেবল একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ নয়—বরং টেকনাফের সামাজিক উন্নয়নে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করছেন, ভবিষ্যতে ‘মৌলভীবাজার একতার বন্ধন’ আরও বিস্তৃতভাবে কাজ করে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে।