রামুতে বিএনপির নেতা কাজল
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

- আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্ভোধন হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচীর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে স্হানীয় রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথী হিসেবে এই কর্মসুচীর উদ্ভোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক, কক্সবাজার সদর আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল,
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সেলিনা সুলতানা নিশীতা।
প্রধান অতিথীর বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন
ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তাই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে গ্রামে গ্রামে মানুষের বাড়ীতে ধানের শীষের দাওয়াত পৌছে দিতে হবে। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা যে গনতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সেই প্রতিক্ষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে,
এব্যাপারে নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেন. বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আপনারাই বিএনপির মূল চাবিকাঠি, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন,বিএনপি হলো উদার ও বাংলাদেশ পন্হী দল, দলের ভিতরে থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন অনিয়ম করতে দেওয়া হবে না। আওয়ামীলীগ কখনোই আর বাংলাদেশের রাজনীতিতে পুণর্বাসিত হবে না।
আর তাই আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক জিয়ার নির্দেশেই বিএনপি গঠন করতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন নিরীহ মানুষকে হয়রানীর জন্য ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতন হয়নি,
সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়েই এদেশে বিপ্লব হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সাধারন সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা ফোরকান আহমদ,
বিএনপি নেতা ফরিদুল আলম, আবদুল করিম কোং,আবদুর রহিম চেয়ারম্যান, আবদুল আলিম,মহিব্বুল্লাহ,ফয়সাল কাদের,ডাঃ ইব্রাহিম বাবুল,
এম আবদুল্লাহ আল মামুন, ছৈয়দ হোছাইন, গোলাম কবির, মীর্জা নুরুল আবছার, শাহ নুর উদ্দীন বাবু,,এনামুল হক,কামাল উদ্দীন চেয়ারম্যান,জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত রিপন, সাইমুম ইসলাম শাহীন,
উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম বিএনপি নেতা মনজুর আলম কৃষক দলনেতা হালিমুর রহমান মিয়াজী, ছাত্রদল নেতা নুরুল আমিন,মহিলা দল নেত্রী ফরিদা ইয়াছমিন, রাবেয়া বছরী, নাজমা আক্তার প্রমুখ।