কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র্যালী

- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় আজ কুড়িগ্রামে প্রতিষ্ঠা বার্ষিকীর বিজয়র্র্ যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শোভাযাত্রাটি কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দের ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবারো পার্টি অফিসে মিলিত হয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শোভা যাএা ও বিজয় মিছিল সফল করার লক্ষে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড থেকে বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
বক্তারা সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াকে স্মরণ করে তাঁর উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন । সেই সাথে আগামী নির্বাচনের জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।