টেকনাফে বিজিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করা হয়।
গতকাল রোববার আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মৌলভীপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, টহল চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন মোটরসাইকেল আরোহী ইয়াবা ভর্তি একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা পলিব্যাগ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে অপর সহযোগী রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক আসামির নাম সাইফুল ইসলাম (পিতা- জাফর আলম, গ্রাম- নাজিরপাড়া, টেকনাফ, কক্সবাজার)। আর পলাতক আসামি হলেন রবিউল আলম জিকু (৩০), পিতা- নুরুল ইসলাম, গ্রাম- কুলালপাড়া, টেকনাফ পৌরসভা, ৯ নং ওয়ার্ড। স্থানীয় সূত্র জানায়, আটক সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “দেশকে মাদকমুক্ত রাখার জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপতৎপরতাই আমাদের নজর এড়াতে পারবে না।”
এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।