শেরপুরের শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল!

- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদী উপজেলার ২ নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে একটি প্রভাবশালী মহল তার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে দীর্ঘদিন ধরেই ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চেয়ারম্যান সোহাগ সড়ক সংস্কার,শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এ কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। এলাকাবাসীর দাবি, তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের একটি মহল মিথ্যা মামলা,অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাণীশিমুল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লাজু,সাবেক ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোকারম হোসেন মুক্তা,ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন,ইউনিয়ন বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক শাহ কামাল ভুট্টো,৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সিদ্দিক পলাশ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন,ইউনিয়ন পরিষদের দফাদার কামরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন,আব্দুল হামিদ সোহাগ সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুনাম ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রচার চালাক না কেন, তার উন্নয়ন কর্মকাণ্ডকে থামাতে পারবে না। এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য আমি প্রতিদিন সকাল ৯ টা সময় পরিষদে আসি এবং যথারীতি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করে থাকি। প্রতিপক্ষের ষড়যন্ত্র আমাকে দমাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে সামনে আরও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।