মনোহরগঞ্জে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা

- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে কথা কাটাকাটির জেরে ফরহাদ হোসেন-(১৮)কে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বন্ধুর বিরুদ্ধে। গতকাল সোমবার (১সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় -মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন-(২০) ও সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে মাহফুজ দীর্ঘদিন থেকে একসাথে রাজমিস্ত্রীর কাজ করে আসছে। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলাকালীন সময়ে ৪০ টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মাহফুজ, ফরহাদ হোসেনের বুকে রোড ঢুকিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করলে পথেই ফরহাদ মারা যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মাহফুজকে আটক করে নাথেরপেটুয়া পুলিশ পাড়িতে সোপর্দ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপুল চন্দ্র দে জানান- লক্ষণপুর বাজারে এক যুবকের হত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের টিম পৌঁছেছে।তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।