ভাঙ্গার ঝালডাঙ্গা বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল সোমবার বিকেলে বিশাল এলাকা জুড়ে এ বিলে নারী-পুরুষ সহ হাজারো বিনোদনপ্রেমী দর্শক এ নৌকাবাইচ উপভোগ করেন।
নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। নৌকা বাইচে দুরদুরান্ত থেকে দশ/ বারটি বাছাড়ী নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। আলগী ইউনিয়নবাসীর আয়োজনে প্রতিযোগিদের রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন সহ পুরষ্কার সহ প্রত্যেক অংশগ্রহনকারীকে পুরষ্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার আশফরতীর ওয়াদুদ কাজী,দ্বিতীয় পুরষ্কার নগরকান্দার আঃ মান্নান এবং তৃতীয় পুরষ্কার হিসেবে বাবুল মিয়ার নৌকার জন্য প্রতান করা হয়। পুরষ্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামবাংলার সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম।এ ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতায় বাইচের আয়োজন করা হয়েছে। এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। সংস্কৃতি মানুষের সৌহার্দ্যের মেলবন্ধন। তাই আগামীতে সুষ্ঠু সাংস্কৃতির ধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা ও সহযোগী করা হবে। এদিকে নৌকাবাইচ উপভোগ করতে দূরদুরান্ত থেকে শত শত বিনোদনপ্রেমী দর্শক ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে বাইচ উপভোগ করেন।তাছাড়া এ বাইচ উপলক্ষে দু,পাড়ে এবং রেললাইনের দু,ধারে বিভিন্ন পসরা সাজিয়ে বসে বিশাল মেলা।
অপরদিকে নৌকাবাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালায়।