ডায়গনস্টিক সেন্টারে রোগী না দেওয়ায়
হাতিয়ায় চিকিৎসককে হেনস্তা, যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মো. মাহমুদুর রহমানকে অফিসে ঢুকে হেনস্তার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাসেলের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডায়গনস্টিক সেন্টাওে রোগী না দেওয়াকে কেন্দ্র কওে যুবদল নেতা ও তার সহযোগীরা চিকিৎসককে মারমুখীভাবে অফিসে প্রবেশ করে ধাক্কাধাক্কি ও হত্যার হুমকি দেন। এ সময় চিকিৎসক নিজের মোবাইলে ১৬ সেকেন্ডের ভিডিও ধারণ করেন।
জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, ভিডিওতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় নোটিশ দেওয়া হয়েছে এবং দুই দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা জানান, ডায়গনস্টিক সেন্টার নিয়ে দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটে।