ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

জয়পুরহাটে হত্যা মামলায় শিক্ষক রহিম বরখাস্ত

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শিক্ষক রহিম বরখাস্ত । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দু’টি মামলায় কারাগারে থাকা জেলার আক্কেলপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুর রহিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আ-লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মো: আব্দুর রহিমের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যাচেষ্টার মামলা থাকায় গেল ২১ আগস্ট গ্রেপ্তার হওয়া শিক্ষক রহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গেল ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন আব্দুর রহিম বিধি মোতাবেক খোরাকী পাবেন এবং প্রতিষ্ঠান প্রধানের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত বছরের ২১ আগস্ট-২০২৪ জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা হয়। পরে একই বছরের ১০ সেপ্টেম্বর আর একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই দু’টি মামলার আসামি শিক্ষক আব্দুর রহিম । এরপর আব্দুর রহিম গ্রেপ্তার এড়াতে মেডিকেল ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। চলতি বছরের গত ২১ আগস্ট বিদ্যালয়ে এসে তিনি পাঠদান করছিলেন। দুপুর ২টার দিকে আক্কেলপুর থানা পুলিশ শিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে হত্যা মামলায় শিক্ষক রহিম বরখাস্ত

আপডেট সময় :

জয়পুরহাটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শিক্ষক রহিম বরখাস্ত । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দু’টি মামলায় কারাগারে থাকা জেলার আক্কেলপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুর রহিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আ-লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মো: আব্দুর রহিমের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যাচেষ্টার মামলা থাকায় গেল ২১ আগস্ট গ্রেপ্তার হওয়া শিক্ষক রহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গেল ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন আব্দুর রহিম বিধি মোতাবেক খোরাকী পাবেন এবং প্রতিষ্ঠান প্রধানের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত বছরের ২১ আগস্ট-২০২৪ জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা হয়। পরে একই বছরের ১০ সেপ্টেম্বর আর একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই দু’টি মামলার আসামি শিক্ষক আব্দুর রহিম । এরপর আব্দুর রহিম গ্রেপ্তার এড়াতে মেডিকেল ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। চলতি বছরের গত ২১ আগস্ট বিদ্যালয়ে এসে তিনি পাঠদান করছিলেন। দুপুর ২টার দিকে আক্কেলপুর থানা পুলিশ শিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।