পাথরঘাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পাথরঘাটা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে বরগুনা জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি ও জনসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উল্লাস ও প্রাণচাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত নেতা-কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির নামে স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিন পর নেতাকর্মীরা এভাবে একত্রিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন। সভায় নেতারা বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনিকে আবারও দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।