নোবিপ্রবি’তে হিট প্রজেক্টের সাফল্য ধরে রাখতে প্রশিক্ষণ

- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিট প্রজেক্টে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ‘এক্সেলারেটিং ইমপ্যাক্ট সাকসেস স্টোরিস ফ্রম দ্যা হিট ইনিশিয়েটিভ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) আইকিউএসি’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, হিট প্রজেক্টে অনুদান পাওয়া শিক্ষকদের অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গবেষণায় টেকনোলজি ট্রান্সফার ও পেটেন্টযোগ্য ক্ষেত্রে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ফ ম শহিদ-উদ-দৌলা, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রাকেব-উল-ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. সাদ্দাম হোসেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ইউজিসির হিট প্রজেক্টে অংশ নিয়ে নোবিপ্রবির ৬ জন শিক্ষক প্রায় ২০ কোটি টাকা অনুদান পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।