গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এমপি মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন দুপুর থেকে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় স্টেডিয়ামে সমাবেশে যোগ দেন। এ সমাবেশে বিনএনপির দু:সময়ের কান্ডারি একাধিকবার কারা নির্যাতিত নেতা আহম্মদ তায়েবুর রহমান হিরণকে ময়মনসিংহ-৩ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রদানের জোরালো দাবি করেন।
সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উত্তর বাজার এলাকায় শেষ হয়।