নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। গতকাল শনিবার ৬ই সেপ্টেম্বর সকাল ৯ টায় নাটোর শহরে ভবানীগঞ্জ মোড়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ারমান চলছে-গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান।
ফ্যাসিবাদ বারে বার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। ৫ই আগষ্টের লক্ষে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
অন্তবর্ত্তীকালীন সরকরের এ উপদেষ্টা বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। সেই অধিকার আদায়ে সংগ্রাম দমন করে। ফেরেস্তার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত হয়েছিল।
এ উপদেষ্টা আরও বলেন, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়ামান চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গৃহায়ণ মন্ত্রাণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার . তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আসমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ শামীম ভূঁইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা নাটোর সদর ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাটোর, মাহমুদা শারমিন নেলি ও সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।