নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত । গতকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নাটোর জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হকের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করা হয়েছে। সকালে র্যালিটি জেলা বিএনপির আলাইপুর অস্থায়ী কার্যালয় সামনে থেকে বের করে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেন করে আবার সেখানেএসে শেষ হয়। সদর থানা মহিলা দলের সদস্য সুমনা বেগমের কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও মন্ত্রী আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্যে বলেন; নারীরাই পারে আগামীদিনে ক্ষমতার পরিবর্তন আনতে: , বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হবে নারীরা। আগামীদিনে নারীরাই পারে ক্ষমতার রদবদল ঘটাতে।, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন। এর ফলে নারীরা ঘরের চার দেয়ালের বাইরে এসে কর্মক্ষেত্রে প্রবেশ করতে
পেরেছেন। বেগম খালেদা জিয়া নারীদের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থা করে দেন।”
প্রধান অতিথি দুলু আরও বলেন, “আওয়ামী লীগ নারীদের অগ্রযাত্রায় কোনো অবদান রাখেনি। বরং ছাত্রলীগের সন্ত্রাস ও নির্যাতনে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে ছাত্রলীগ। অথচ বিএনপি সবসময় নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে। তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিতেও নারীদের উন্নয়ন ও সুরক্ষার সব প্রয়োজনীয় পদক্ষেপ রাখা হয়েছে।”
স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে প্রধান অতিথি দুলু বলেন, “ফ্যাসিস্ট ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশের অবকাঠামো ধ্বংস করেছে। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের নারীরা হবে নিরাপদ, আর তারাই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে সক্ষম।” আলোচনা সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোশের্দা বেগম রূপালী, ও জেলা মহিলা দলের সংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন মায়ার সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক প্রধান বক্তা রহিম নেওয়াজ, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশেষ বক্তা আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ জেলা বিএনপি’র, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ, জেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম, সিংড়া উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, পৌর মহিলাদের সাধারণ সম্পাদক দিলরুবা শারমিন, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সভাপতি অঞ্জলি আফছারি, বড়াইগ্রাম উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, বাগাতিপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনেয়ারা ঝর্ণা, নলডাঙ্গা উপজেলা ৫ নং বিপ্রবি বেলঘড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম সহ আরো অনেকেই।