রাজবাড়ীতে নুরাল পাগলের ঘটনায় নিহত রাসেল হত্যা
লাশ পোড়ানো অগ্নিসংযোগ ও জখম মামলায় আব্দুল লতিফ মোল্লাসহ ১৮জন গ্রেপ্তার

- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী গোয়ালন্দ নুরাল পাগলের মাজারে ভাংচুর, লাশ পোড়ানো, ও নুরাল গাগলের অনুসারী নিহত রাসেল হত্যা,নুরাল পাগলের বাড়ি ও দরবার শরিফে অগ্নিসংযোগ, ক্ষতিসাধন,চুরি ও জখমের মামলায় আলোচিত আব্দুল লতিফ মোল্লা সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ।
গতকাল নিহত রাসেলের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ৩৫০০/৪০০০ জনকে আসামি করে গোয়ালন্দ থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখম এর অভিযোগে মামলা এ দায়ের করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
যার প্রত্যক্ষ নির্দেশে কবর থেকে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ উত্তোলন করা হয়, আলোচিত সেই লতিফ মোল্লা’কে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান,গত রাতে নিহত রাসেলের বাবা অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার থেকে চার হাজার ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি অপু কাজীর বিজ্ঞ আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দি’তে এই লতিফ মোল্লার বিষয় তথ্য পাওয়া গেছে।
এদিকে পুলিশের দায়ের করা মামলায় গত রাতে আরো নয় জন সহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।