সংবাদ শিরোনাম ::
‘বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়’

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
অদ্য ০৯/০৯/২০২৫ খ্রি. তারিখ সোমবার জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম অবলোকন করেন।
এরপর প্রশিক্ষণার্থীগণ হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মহোদয় তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থণা জানান এবং জেলা পুলিশের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে ধারণা দেয়া হয়। এসময় পুলিশ সুপার মহোদয় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।