ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে চাচার হাতে দুই ভাতিজা খুন

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিউবওয়েল এর পানি বাড়িতে আসাকে কেন্দ্র করে আপন চাচা তার দুই ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহতরা হচ্ছে-অলিলুল ইসলাম সোহাগ (৪০) ও তার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের মো: মামুন মিয়ার সাথে তার দুই সহোদর ভাতিজার দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন সন্ধ্যায় মামুন মিয়ার বাড়ির কলের পানি তার ভাই আসাদুজ্জামান মিন্টু মিয়ার বাড়িতে আসলে এ নিয়ে মিন্টু মিয়ার ছেলে রানা ও সোহাগের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাচাকে তার দুই ভাতিজা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মামুন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে তার ছেলে দিদার মিয়াকে সাথে নিয়ে দুই ভাতিজাকে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনাস্থলেই রানা ও সোহাগ মারা যায়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে চাচার হাতে দুই ভাতিজা খুন

আপডেট সময় :

টিউবওয়েল এর পানি বাড়িতে আসাকে কেন্দ্র করে আপন চাচা তার দুই ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহতরা হচ্ছে-অলিলুল ইসলাম সোহাগ (৪০) ও তার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের মো: মামুন মিয়ার সাথে তার দুই সহোদর ভাতিজার দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন সন্ধ্যায় মামুন মিয়ার বাড়ির কলের পানি তার ভাই আসাদুজ্জামান মিন্টু মিয়ার বাড়িতে আসলে এ নিয়ে মিন্টু মিয়ার ছেলে রানা ও সোহাগের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাচাকে তার দুই ভাতিজা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মামুন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে তার ছেলে দিদার মিয়াকে সাথে নিয়ে দুই ভাতিজাকে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনাস্থলেই রানা ও সোহাগ মারা যায়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।