মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসায়ে ওমর বিন খাত্তাব (রাঃ)-এর এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের নাম আসাদুজ্জামান ইশতিয়াক (১৫)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের জাকির হোসেন ও সোনিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান বাজারস্থ খান মঞ্জিলের পঞ্চম তলায় অবস্থিত মাদ্রাসায়ে ওমর বিন খাত্তাব (রাঃ)-এ বিদ্যুতের টানা তারের সঙ্গে জড়িয়ে পড়ে ইশতিয়াক।
এসময় তিনি জ্ঞান হারান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। এসময় মৃতের পরিবার স্থানীয়ভাবে মাদ্রাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহ (২৫)-কে মারধর করে আটকে রাখে বলে জানা গেছে। পরে শ্রীনগর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।