নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা

- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে এলডিপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন মুখো ও অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী।
গতকাল মঙ্গলবার (১৪ই আগস্ট) দুপুর ২.৩০ মিনিটের সময় এলডিপি নেতা মিনার হোসেন এর বসত বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলা চালাই। মিনার হোসেন কে বাড়িতে খুজেঁ না পেয়ে তার বসত ঘরের উপর হামলা করে দরজা জানালা ভেঙ্গে ফেলে, এই সময় মিনার হোসেন এর বাবা খোরশেদ আলম গুরুতর আহত হয়।
এলডিপি নেতা মিনার হোসেন উপজেলার ২নং নদনা ইউনিয়নের দেবপুর গ্রামের, কলিম উদ্দিন ব্যপারি বাড়ির খোরশেদ আলম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায, সোনাইমুড়ীর বাংলা বাজারে এলডিপি’র নেতা মিনার হোসেন এর নেতৃত্বে সভা সমাবেশে হতো, সে বাড়িতে অবস্থান কালে ২০২৪ সালের ২৭শে মার্চ তার হামলার সুত্রপাত হয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী দ্বারা। পরে এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। বারবার এমন হামলার শিকার হওয়ার কারণে দীর্ঘদিন থেকে পালিয়ে বেড়াচ্ছে এই এলডিপি নেতা।
এলডিপি নেতা মিনার হোসেনকে খুঁজতে বাড়িতে গিয়েই না পেয়ে এই হামরা চালিয়েছে বলেই স্থানীয়দের ধারণা।
এলডিপি’র নেতা মিনার হোসেন এর মা মনোয়ারা বেগম জানায়, আমার ছেলে এলডিপি সক্রিয় নেতা হওয়ার কারণে পূর্বেও অনেকবার তার উপরে হামলা করে সন্ত্রাসী বাহিনী। এই সন্ত্রাসী বাহিনী আমার ছেলেকে এলাকায় থাকতে দেয়নি। তাদের ভয়ে আমার ছেলে প্রাণ বাঁচতে এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলের আজ এলডিপি সমর্থন করার কারণে তাকে হত্যা করার চেষ্টা করেছে বহুবার। আজ আবার তাকে খোঁজার জন্য বাড়িতে এসে না পেয়ে আমার ঘর দরজা উপরে হামলা করে। আমার বাড়িতে হামলার বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে পুলিশ আমাকে তাড়িয়ে দেয়। এখনো পর্যন্ত সন্ত্রাসী বাহিনীদের একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।