সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে আগুনে পুড়ে ২টি ঘর ভস্মীভূত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে আগুনে পুড়ে কৃষকের দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে চরপুটিমারি ইউনিয়নের টাবুরচর গ্রামে আকস্মিক ভাবে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাবুরচর গ্রামের বাসিন্দা আলম মোল্লা ও মোরাদ এর বসতবাড়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে গেলে পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী আলম মোল্লা জানান,দুটি বসত ঘর, নগদ ২০ হাজার টাকা ও একটি ছাগলসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।