তারাকান্দার কৃষক রফিকুল হত্যা মামলা
খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;
ময়মনসিংহের তারাকান্দায় কৃষক রফিকুল হত্যা মামলা আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন। মানববন্ধনে এলাকাবাসীর শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রফিকুল ইসলামের পুত্র মোঃ রাকিব মিয়া। নিহতের ভাই শফিকুল ইসলাম, আরো বক্তব্য রাখেন নিহতের সহধর্মিনী মোছাঃ রমিশা খাতুন।
নিহতের পুত্র রাকিব মিয়া অভিযোগ করে বলেন ৩১টা আগস্ট রাত ৮ টার দিকে তার বাবা বাড়ি থেকে মুক্ত বাতাসে ঘুরতে যায়। এরপর আর বাড়িতে ফিরে না আসলে ভোরবেলা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ধান ক্ষেতের আইলে লাশ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে লাস উদ্ধার করে। তিনি আরো বলেন এ ঘটনা নজরুল ইসলাম মেম্বার নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছেন। সাংবাদিক সম্মিলনে তিনি আরো অভিযোগ করে বলেন উক্ত হত্যাকাণ্ডে সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।