ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫ টায় বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ.কে. এম রওশন জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য এবং টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাইনূল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম রেজাউল করিম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলাসহ ঘাটাইল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ফুটবল খেলায় কদমতলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ০-১ গোলে এডভোকেট কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের মাঝে স্মার্ট এলইডি টিভি বিতরণ করেন।