ফুলপুরে তারেক রহমানের ৩১ দফার দাবিতে লিফলেট বিতরণ

- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ বিভাগের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার (বেসরকারি) পরিদর্শক বওলা ডিগ্রি কলেজের প্রভাষক বিএনপি নেতা আবুল হোসেন আজাদ। গত ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত দুই সপ্তাহব্যাপী ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন এলাকা ও হাট বাজারে ধানের শীষের পক্ষে এ প্রচারণা চালানো হয়। আবুল হোসেন আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছেন। জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবী সকল মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এ কর্মসূচি। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ।