গোলাপগঞ্জে রনি হত্যা ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে রাস্তায় নামার হুঁশিয়ারি

- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে গত মাসে নিহত রনি হত্যার মামলার আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত রনির পরিবার। গতকাল শনিবার দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ত্বরিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দেন।
নিহত রনির মা বলেন, আমরা প্রতিনিয়ত থানায় ওসি’র সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তারা শুধু আশ্বাস দিচ্ছেন। এক মাস অতিক্রম হয়েছে, তবুও আসামিকে ধরা সম্ভব হয়নি। আমরা আশা করি এবার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সন্তানের হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
নিহত রনির ভাই আরও অভিযোগ করেন, আসামি প্রকাশ্যে লাইভ করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত ব্যথার বিষয়। রনির হত্যাকারীকে যাতে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি না দেওয়া হয়, তা আমরা কখনো মেনে নেব না।
সংবাদ সম্মেলনে রনির পরিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে তারা সর্বস্তরের জনগণকে নিয়ে রাস্তায় নামবেন। প্রয়োজনে অনির্দিষ্টকালের কঠোর আন্দোলন ও জনসভা আয়োজনের কথাও জানান তারা।
তাদের বক্তব্যে আরও বলা হয়, আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু ন্যায়বিচার না পেলে আর কোনো বিকল্প নেই। প্রশাসনের প্রতি আমাদের দৃঢ় আহ্বান, যেন দ্রুত সুষ্ঠু তদন্ত ও মূল আসামির গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত আত্মীয়স্বজনরা সামাজিক ও গণমাধ্যমের প্রতি আকর্ষণ জানান, যেন মামলার প্রক্রিয়ায় জনসচেতনতা বৃদ্ধি পায় এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হয়।
নিহত রনির পরিবার শেষ পর্যন্ত বলেন, আমরা চাই আমাদের সন্তানের হত্যাকারী যেন আইনের মুখোমুখি হয়। দেরি করলে সামাজিক অস্থিরতা বাড়বে, আর আমরা সেটা চাই না। তবে প্রশাসন ব্যবস্থা না নিলে জনগণ বাধ্য হয়ে আইনগত দাবির জন্য রাস্তায় নামবে।