ফেনীর ছাগলনাইয়ায় সহজ শর্তের ঋনের ফাঁদে প্রতারিত শতাধিক পরিবার

- আপডেট সময় : ৩ বার পড়া হয়েছে
ফেনীর পূর্বান্চলীয় সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত শতাধিক পরিবারের মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র সমাজ কল্যান সংস্থার নাম দিয়ে গত রোববার বিকেলে ঋণ বিতরণের কথা দিয়ে দুপুর আগেই এনজিওটির সকল কর্মকর্তা ও কর্মীদের আর খুঁজে পাওয়া যায়নি ফলে প্রতারণার বিষয়টি অনুধাবন করতে পেরে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
প্রতারণার সাথে জড়িত প্রতিষ্ঠানটির নাম ছিল ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’। তবে এ ধরনের কোনো সংস্থার বৈধ অনুমোদন বা রেজিস্ট্রেশনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি সাধারণ মানুষের হাতে যে সঞ্চয় বইগুলো দিয়েছেন তাতে প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে প্রধান কার্যালয়ের ঠিকানা দেয়া হয়েছে ঢাকার মিরপুর ২নং সেকশন ডি-ব্লক ১২১৬ । প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, গত দুই দিন ধরে একদল লোক এনজিও পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করছিল। এবং তারা মানুষকে আশ্বস্হ করেছে যে মাত্র ২০০ টাকার বিনিময়ে, পাশাপাশি ১১ হাজার টাকা জমা দিলে ১ লাখ টাকার ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল। শর্ত ছিল এই ঋণ দুই বছরের মধ্যে সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।
ছাগলনাইয়া উপজেলার ভুক্তভোগী পৌর এলাকা বাঁশপাড়া গ্রামের বাসিন্দা রত্না বেগম বলেন, ১৬ লাখ টাকা ঋণ দেবে বলে ৫৩ হাজার টাকা নিয়ে যায় আমার কাছ থেকে। রাধানগর ইউনিয়নের মো. টিপু বলেন, আমার কাছ থেকে ২লক্ষ টাকা ঋন দিবে বলে ২২ হাজার, জেসমিন জাহানের নিকট থেকে ২লক্ষ ঋন দেওয়ার কথা বলে ২২ হাজার, হিছাছরা গ্রামের আনজুম আরা বেগমকে ৫/৬ লক্ষ টাকা ঋন দিবে বলেই ৬০ হাজার টাকাসহ আরও শতাধিক গ্রাহকের কাছ থেকে এই ভাবে ঋন দেয়ার কথা বলে প্রতি লাখে ১১ হাজার টাকা হারে গ্রহন করে এই সমস্ত টাকা থানা পাড়া সামছুল হক ম্যানশনে তাদের অফিসে দেখিয়ে কালেকশন করে বলে জানা যায়। এবং ঐদিন তাদের ঋন দিবে বলে তাদের অফিসে নিয়ে যাওয়া হয়। এবং বিকেল ৪টার সময় শতাধিক জনকে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু গিয়ে দেখি অফিস তালাবদ্ধ, কেউ নেই।একই এলাকার সুমন বলেন, এ প্রতারক চক্রের খপ্পরে পড়ে আমি এখন দিশাহারা। এদিকে গ্রাহকরা এনজিওটির ব্যবহৃত মোবাইল নম্বরগুলোতে একাধিকবার ফোন দিলেও সব নম্বরই বন্ধ পাওয়া গেছে। ফলে ভুক্তভোগীদের পক্ষে আনজুম আরা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, ভুয়া এনজিও খুলে অনেক মানুষ থেকে টাকা হাতে নিয়েছে বলে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।