সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় টপ সয়েল বিক্রি করায় শতশত পরিবরের যাতায়াতে দূর্ভোগ

মো. আলমগীর হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ)
- আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ তারাকান্দা আবাদী জমির উর্বর মাটি কেটে বিক্রি করা ও স্থানীয়দের যাতেয়তের রাস্তা না রাখার ফলে শত শত পরিবার যাতায়তে চরম দুর্ভোগে পড়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের ফাহিম মিয়া কতিপয় ড্রেজার মালিককে সহায়তা আবাদি জমির উর্বর মাটি প্রকাশ্যে বিক্রি করছে মাটি।
শত,শত গ্রামবাসী যাতায়াতের রাস্তা না থাকা চরম দুর্ভাগে পড়েছে।
এ বিষয়ে পানিহরি গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।