কাঁঠালিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম চাঁদাদাবি, গ্রেফতার ১

- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক ফল ব্যবসায়ী পিটিয়ে জখম ও চাঁদাদাবী মামলার প্রধান আসামী মিজানুর রহমান মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কৈখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হলে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রামপুর গ্রাম থেকে পুলিশ মামলার প্রধান আসামী মিজানকে গ্রেফতার করে।
মিজানুর রহমান (৪৭) ওই গ্রামের মৃত্যু আবদুল কুদ্দুছ মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ চন্দ্র হাওলাদার স্থানীয় কৈখালী বাজারে ফলের ব্যবসা করেন। আসামীরা বিভিন্ন সময় ওই ব্যবসায়ীর দোকান থেকে বাকিতে ফল কিনে টাকা পরিশোধ করছে না। গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামীদের নিকট বাকির টাকা চায় ব্যবসায়ী দিলিপ চন্দ্র হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী দিলিপ চন্দ্র ও তার ছেলে উজ্জলকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় ওই ব্যবসায়ীর নিকট ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে আসামীরা। এ ঘটনায় রাতেই আহত ব্যবসায়ী দিলিপ চন্দ্র বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে।
থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।