‘তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
- আপডেট সময় : ১৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে দেশের সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি নেতা ফখরুল ইসলামের গাড়ী বহর বসুরহাটে পৌঁছালে উচ্ছাসিত নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেয়। এসময় তিনি জনতাকে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।
ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেনো ভোট দখলের নির্বাচন না হয়।
তিনি বলেন, অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো আমাকে যারা ভালোবাসেন আপনারা উস্কানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উস্কানিতে পা দিবেন না।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক,আফতাব আহমেদ বাচ্চু, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন,
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, আজিজুল হক রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের জন্য কাজ করে আসছেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

















