ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কক্সবাজারে ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতি

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে ফের সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডব দেখা দিয়েছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে ডাকাতরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদগড় থেকে মোটরসাইকেলযোগে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই আরোহী। যাত্রাপথে দীর্ঘদিন ধরে ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী ডাকাতদল তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে দুই আরোহীকে জিম্মি করে পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। প্রথমে তাদের পরিচয় প্রকাশ না পেলেও পরে স্থানীয় সাংবাদিক আবুল কাসেম নিশ্চিত করেন অপহৃত দু’জনই ঈদগড় এলাকার বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ যাত্রীরা আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে নবনিযুক্ত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযানে নেমেছি, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতি

আপডেট সময় :

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে ফের সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডব দেখা দিয়েছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে ডাকাতরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদগড় থেকে মোটরসাইকেলযোগে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই আরোহী। যাত্রাপথে দীর্ঘদিন ধরে ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী ডাকাতদল তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে দুই আরোহীকে জিম্মি করে পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। প্রথমে তাদের পরিচয় প্রকাশ না পেলেও পরে স্থানীয় সাংবাদিক আবুল কাসেম নিশ্চিত করেন অপহৃত দু’জনই ঈদগড় এলাকার বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ যাত্রীরা আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে নবনিযুক্ত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযানে নেমেছি, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।