তারাকান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে আটক ১
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎ সেচ সংযোগে ব্যবহৃত ১০ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ২০২৫ তারিখ ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে কয়েকজন অজ্ঞাত চোর ট্রান্সফরমার খুঁটি থেকে খুলে নামানোর চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে এলে চোরের দল পালিয়ে যায়। তবে এ সময় মো. তামিম (২০), পিতা: কাঞ্চন, গ্রাম: বাহাদুরপুর, থানা: নেত্রকোণা সদর—নামের এক যুবককে ধরে ফেলেন তারা।
পরে তার কাছ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, এক মিটার কপার তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশ, একটি প্লাস্টিকের রশি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনমাধ্যমকে জানান, আটক যুবক এবং উদ্ধারকৃত মালামাল স্থানীয় চৌকিদার ও গ্রামবাসীর সহায়তায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি ও জব্দকৃত মালামাল থানায় নিয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. শাইখ মাহমুদ গনমাধ্যমকে জানান, চুরির সময় ট্রান্সফরমারের তড়িৎ কুণ্ডলী ও তৈল নষ্ট হওয়ায় প্রায় ৬৭ হাজার ৬৭১ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে। এছাড়া পলাতক অন্যান্য চোরদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















