ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

গাইবান্ধা জেলা বিএনপি’র মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় বিএনপির দুর্বল, অযোগ্য নেতৃত্বে গড়ে ওঠা মেয়াদাত্তীর্ণ জেলা কমিটি বাতিল, পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে গণমিছিল করেছেন নেতা-কর্মীদের একাংশ।
আজ শনিবার দুপুরে পুরাতন জেলখানা মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলখানা মোড়ের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জেলা শহরে অনুষ্ঠিত গণমিছিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহাজাহান আলী,এরশাদক মল্লিক অনু,রহুল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ ।
আওয়ামীলীগ কে পূণবাসনকারী এবং জেলা বি.এন.পির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি’র নেতা-কর্মীদের একটি অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা’র ছবি’র ফেস্টুন নিয়ে গণমিছিলে অংশ নেয় নেতা-কর্মীরা।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা বলেন, বিএনপির মেয়াদোত্তীর্ন জেলা কমিটির বিরুদ্ধে ফ্যাসিবাদ পূর্নবাসনের অভিযোগে উপজেলাগুলোতে নেতা-কর্মীরা কঠোর অবস্থানে আন্দোলনরত। এই মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন উপজেলায় ত্যাগি নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নামে ফ্যাসিবাদের সম্পৃক্ততা তৈরী করার ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কমিটি অভিনব কৌশলে ঐতিহাসিক দল বিএনপিকে জন-আস্থাহীন করার অপচেষ্টায় লিপ্ত বলেও এসব নেতারা অভিযোগ তুলেছেন। শুধু তাই নয় সদরের ছোট ছোট কমিটি গুলোতেও টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ উঠেছে।
বক্তারা বলেন, বর্তমান কমিটি অনেক আগেই মেয়াদউর্ত্তীন হয়েছে, সেই মেয়াদ উর্ত্তীন কমিটিই আজ মোটা অংকের টাকার বিনিময়ে ফ্যাসিষ্টকে পূর্নবাসনের কাজ চালিয়ে যাচ্ছে।
তাই অচিরেই মেয়াদ উর্ত্তীন কমিটি বাতিল করার দাবি জানান। সেই সাথে এই কমিটির অধিনে ঘোষিত সকল ইউনিটের নির্বাচন বন্ধের দাবিও জানান।
সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করা না হলে পাটি অফিস দখল সহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধা জেলা বিএনপি’র মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল

আপডেট সময় :

গাইবান্ধায় বিএনপির দুর্বল, অযোগ্য নেতৃত্বে গড়ে ওঠা মেয়াদাত্তীর্ণ জেলা কমিটি বাতিল, পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে গণমিছিল করেছেন নেতা-কর্মীদের একাংশ।
আজ শনিবার দুপুরে পুরাতন জেলখানা মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলখানা মোড়ের গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জেলা শহরে অনুষ্ঠিত গণমিছিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহাজাহান আলী,এরশাদক মল্লিক অনু,রহুল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ ।
আওয়ামীলীগ কে পূণবাসনকারী এবং জেলা বি.এন.পির মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি’র নেতা-কর্মীদের একটি অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা’র ছবি’র ফেস্টুন নিয়ে গণমিছিলে অংশ নেয় নেতা-কর্মীরা।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা বলেন, বিএনপির মেয়াদোত্তীর্ন জেলা কমিটির বিরুদ্ধে ফ্যাসিবাদ পূর্নবাসনের অভিযোগে উপজেলাগুলোতে নেতা-কর্মীরা কঠোর অবস্থানে আন্দোলনরত। এই মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন উপজেলায় ত্যাগি নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নামে ফ্যাসিবাদের সম্পৃক্ততা তৈরী করার ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কমিটি অভিনব কৌশলে ঐতিহাসিক দল বিএনপিকে জন-আস্থাহীন করার অপচেষ্টায় লিপ্ত বলেও এসব নেতারা অভিযোগ তুলেছেন। শুধু তাই নয় সদরের ছোট ছোট কমিটি গুলোতেও টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ উঠেছে।
বক্তারা বলেন, বর্তমান কমিটি অনেক আগেই মেয়াদউর্ত্তীন হয়েছে, সেই মেয়াদ উর্ত্তীন কমিটিই আজ মোটা অংকের টাকার বিনিময়ে ফ্যাসিষ্টকে পূর্নবাসনের কাজ চালিয়ে যাচ্ছে।
তাই অচিরেই মেয়াদ উর্ত্তীন কমিটি বাতিল করার দাবি জানান। সেই সাথে এই কমিটির অধিনে ঘোষিত সকল ইউনিটের নির্বাচন বন্ধের দাবিও জানান।
সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করা না হলে পাটি অফিস দখল সহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন নেতাকর্মীরা।