ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের রহস্য জনক মৃত্যু

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর মাইজদীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গণির ছেলে ও নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল শনিবার মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারে ছাদ থেকে পড়ে ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে জানান, তিতাস সকালে বাসা থেকে বের হয়। দুপুরের দিকে কে বা কারা তাকে কনভেনশন হলের ছাদে নিয়ে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয় বলে তারা জানতে পারেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিতাসকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিতাসের দুই হাত ভাঙা ছিল, পায়ে গুরুতর আঘাতের চিহ্ন এবং গলায় কাটা দাগ পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পরিবার কিছুই জানে না।
এ বিষয়ে সূধারাম মডেল থানার ওসি পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাদ থেকে পড়ে তিতাসের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।” তিতাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের রহস্য জনক মৃত্যু

আপডেট সময় :

নোয়াখালীর মাইজদীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গণির ছেলে ও নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল শনিবার মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারে ছাদ থেকে পড়ে ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে জানান, তিতাস সকালে বাসা থেকে বের হয়। দুপুরের দিকে কে বা কারা তাকে কনভেনশন হলের ছাদে নিয়ে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয় বলে তারা জানতে পারেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিতাসকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিতাসের দুই হাত ভাঙা ছিল, পায়ে গুরুতর আঘাতের চিহ্ন এবং গলায় কাটা দাগ পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পরিবার কিছুই জানে না।
এ বিষয়ে সূধারাম মডেল থানার ওসি পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাদ থেকে পড়ে তিতাসের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।” তিতাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।