গারো পরিবারের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের গারো আদিবাসী পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে,যুবদল নেতা আব্দুল মতিন তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও অর্থ আত্মসাৎ করেছেন। গতকাল রোববার জেলা শহরের একটি স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে নমুনা সাংমা,তার বড় বোন যমুনা সাংমা এবং মেয়ে নিন্দা সাংমা লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। অভিযোগে বলা হয়,গত ১৭ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে আব্দুল মতিন দেশীয় অস্ত্রসজ্জিত দলবল নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। দলিলে ৮০ কাঠা (১৫ শতাংশ) জমির মূল্য বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা লেখা থাকলেও কোনো টাকা তাদের দেওয়া হয়নি। পরে মতিন জানায়,ওই জমি ২০ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে এবং সাব-কবলা দলিল না করলে তাদের পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়,নিন্দা সাংমা ২ লাখ ৮০ হাজার টাকায় ১০ শতাংশ জমি কেনার জন্য জালাল উদ্দীনের সঙ্গে বায়নাপত্র করেছিলেন। কিন্তু জমির দাগ নম্বর ভুল হওয়ায় টাকা ফেরত চাইলে জালাল ফেরত দিতে টালবাহানা করেন। এসময় আব্দুল মতিন টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বায়নাপত্র নিজের কাছে নেন। পরে তিনি জালালের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করলেও সেই অর্থ নিন্দা সাংমাকে না দিয়ে টাকা আত্মসাৎ করেন। লিখিত বক্তব্যে নমুনা সাংমা বলেন,আমাদের জমি জোরপূর্বক দখল ও অর্থ হাতিয়ে নেওয়ার পর এখন হুমকি-ধমকি দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার বিচার চাই এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন,গারো সম্প্রদায়ের মানুষ হিসেবে তারা শত শত বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তবু একটি প্রভাবশালী মহল তাদের জমি দখল ও অর্থ আত্মসাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। অভিযোগ প্রসঙ্গে যুবদল নেতা আব্দুল মতিনের বক্তব্যে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা নেই।
















