কোম্পানীগঞ্জে সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন নিহত ৫ পরিবারকে আর্থিক সহায়তা
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ৫ মৃত সিএনজি চালকের পরিবারকে ৫টি পৃথক পৃথক চেকে ২লাখ ১৭ হাজার টাকা প্রদান করেছে শ্রমিক ইউনিয়ন।
নোয়াখালী জেলা বেবি টেক্সি, অটো টেম্পু ও অটোরিক্সা চালক ও সহকারী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২০৪২) নামের সংগঠন তাদের মৃত ৫ সদস্য চালকের স্ত্রীকে এ টাকা প্রদান করে।
গতকাল রোববার ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি জয়নাল আবদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বসুরহাট
পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুল রহমান রাজন, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ইউনিয়নের মৃত সদস্য চরকাঁকড়া ইউনিয়নের নুর আলমের পক্ষে তার স্ত্রী আলেয়া বেগমকে ৫০হাজার টাকার চেক, চরফকিরা ইউনিয়নের মৃত আবদুল মতিনের স্ত্রী হাসিনা আক্তারকে ৫৫হাজার টাকার চেক, চরপার্বতী ইউনিয়নের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী লাইলী বেগমকে ৩২ হাজার টাকার চেক, দাগনভুইয়া উপজেলার বিজয়পুরের মৃত মহি উদ্দিনের স্ত্রী জেসমিনকে ৫০ হাজার টাকার চেক এবং চরফকিরা ইউনিয়নের আবদুল মান্নানের স্ত্রী আলেয়া বেগমকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

















