গাইবান্ধার সাদুল্লাপুরে মৌলিক বাংলা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ব্রিফিং
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
চলমান দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে ‘মৌলিক বাংলা’ নামের একটি সংগঠন। গাইবান্ধার সাদুল্লাপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংক্রান্ত ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবে সংবাদ ব্রিফিং করেন মৌলিক বাংলা সংগঠনের গাইবান্ধা জেলা সভাপতি তানজিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির নেতা আল মামুন আহাদ, শিহাব মিয়া, মোমিনুল ইসলাম, আব্দুর রহমানসহ অনেকে।
লিখিত বক্তব্যে তানজিল আহমেদ বলেন, মৌলিক বাংলা মূলত একটি অ-রাজনৈতিক দল। এটির শুরু হয় সুন্দরবন রক্ষা ও পিপাইমুখ বাঁধ রক্ষার কার্যক্রম দিয়ে। মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখে এ দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চলমান দুর্গাপূজা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আমাদের দলীয় সদস্যরা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে।

















