রাজবাড়ীতে পাঁচ বাড়ি ঘরে আগুন, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, মামলা
- আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5468; AI_Scene: (-1, -1); aec_lux: 292.5047; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুরে মামলা প্রত্যাহার না করার কারনে বাড়ির সদস্যদের মারপিট, বাড়িঘর ভাংচুর, ও লুটপাটের অভিযোগে এজাহার ভুক্ত নামীয় ১৬ জন ও অজ্ঞাত আরো ১২ জনের নামে এজাহার দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানায় বড়লক্ষীপুর গ্রামের মো. সাজাহান মোল্লা বাদী হয়ে এজাহার দায়ের করেন।এজাহারে বলা হয়,চলতি বছরের মার্চ মাসে বাদী শাজাহান মোল্লা, বাবা
মোজাহার মোল্লা ও ছোট ভাই আসলাম মোল্লাকে মারপিট জখমের কারনে আমার চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।এ মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে গত ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার পর এজাহার ভুক্ত আসামী সহ অজ্ঞাত আরে ১০/১২ জন এসে আমাদের বাড়ি,চাচা সাহেব আলী মোল্লা, মোঃ রহম প্রামানিক,জামাত আলী মোল্লা, উজ্জল ও মোজাহার মোল্লার বাড়ি ঘর আগুনে পুরিয়ে,ভাংচুর করে,কুপিয়ে আসবাব পত্র বিনষ্ট করে।বাড়ির ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।বাড়ির সদস্যদের মারপিট করা হয়েছে।বয়ষ্কদের শরীরে কুপিয়ে ও মারপিট করে জখম করা হয়েছে।
এজাহারে আসামীরা হলেন স্থানীয় এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামের,বছির সরদার,পিয়ারুল,রনি,পিয়াল,রাজু,আরিফ, আশিক,আব্বাস ফকির, কুদ্দুস,শাকিল, লিটন, আরিফ, আরিফ,রশিদ,আমিরুল সহ অজ্ঞাত আরো ১০/১২ জন এ সন্ত্রসী কাজে লিপ্ত হয়। বর্তমানে বড়লক্ষিপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে।বাড়ির মহিলা ও পুরুষরা এখন চরম আতঙ্কের মধ্যে বাস করছেন। বাড়ি ঘর ও বাড়ির সদস্যদের ধারালো দেশীয় অস্ত্র,রাম দা,কুড়াল,ছ্যান,চাপাতি লোহার রড, বাশের লাঠি সহ আসিয়া বাড়িঘর কুপিয়ে জখম ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।একই সাথে ঘরের ভেতরে থাকা দামী স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। বাদীর ঘর থেকে নগদ পাঁচ লক্ষ টাকা,বাদীর ছোট ভাই আলম এর স্ত্রীর ঘর থেকে দুই ভরি ওজনের স্বর্ণের সাড়ে তিন লক্ষ টাকা দামের হার, ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের গলার চেইন,একটি ২৩ হাজার ৯ শ টাকা মূল্যের এ্যানড্রোয়েড মোবাইল ফোন, সহ অন্যান্য দামী প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।বাড়ি ঘর,দরজা জানালা,আসবাপত্র সহ আরো ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।বাদীর চাচা সাহেব আলী মোল্লার বাড়ি ঘর, আসবাব পত্র,টিভি,ফ্রিজ ভাংচুর,করে ২ লক্ষ টাকার ক্ষতি করে।সেসময় ঘরের ভেতরে থাকা সাব বাক্স ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা,১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন,ছিনিয়ে নেয়। আসামীরা,মোঃ রহম প্রামানিকের বাড়িতে গীয়ে তাহার একটি বসবাসের ঘর আগুনে পুরিয়ে দেয়।যা সম্পূর্ণ পুরে ঘরের আসবাব ও অন্যান্য মালামাল নষ্ট হয়।সেই সাথে দের লক্ষ টাকারও বেশি দামি একটি মোটর সাইকেল, টিবি ও ফ্রিজ পুরে যায়,।এতে ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়।পরে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে।ঘটনার পর পরই সেনাবাহীনিকে জানানো হলে ঘটনা স্থলে পুলিশ আসে। বাদী শাজাহান মোল্লার বড় চাচা মোঃ জামাত আলী মোল্লার বাড়ির শো-কেসের তালা ভেঙ্গে আসামীরা ৬ লক্ষাধিক টাকার বেশি স্বর্ণের রুলি ও চেইন সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এ কাজে চাচাতো ভাই এর ছেলে মানিক মোল্লা,বাঁধা দিলে আসামীগণ মানিক মোল্লাকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে মাথার সামনের অংশে ও পায়ে ও হাটুতে জখম হয়।বাড়ির মানুষের চিৎকারে আশ পাশের মানুস এগিয়ে এলে আসামী সন্ত্রাসীরা পালিয়ে যায়।এঘটনায় কয়েকজন ফরিদপুর ও সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাদী মোঃ শাজাহান জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানান প্রশাসনের কাছে।আগুনে পুরে ক্ষতিগ্রস্থ্য মোঃ রহম প্রামানিক,জামাত আলী মোল্লা,জামাত আলী মোল্লার ছেলের স্ত্রী ময়ুরী বেগম ও সাহেব আলী মোল্লার স্ত্রী আছিয়া বেগম এ ঘটনার তীব্র নিন্দা জানান।তাদের বাড়ি ঘর আগুনে পুরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘরের ভেতরে আসবাব পত্র ভাংচুর,মারপিট,কুপিয়ে জখম করে কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা।এসময় ঘরের আসবাব ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার কারনে তাদের বড় ধরনের ক্ষতি করা হয়েছে। এ সন্ত্রসী কর্মকান্ডের বিরুদ্ধে ও সন্ত্রীদের গ্রেপ্তার করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. মাহমুদুর রহমান জানান, এজাহার দায়েরের পর ঘটনা স্থল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




















