ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরতলীর আক্রমপুর এলাকায় পুকুর থেকে একটি অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির এক মহিলা পানির মধ্যে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ।
পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই সদরুল আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। পুকুরের একপাশে একটি সুপারি গাছ ভাঙা পড়ে আছে এবং তার নিচে একটি জুতা দেখা যায়। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি কার এবং কীভাবে এখানে এলো, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি কেউ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয় নি, পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় :

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরতলীর আক্রমপুর এলাকায় পুকুর থেকে একটি অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির এক মহিলা পানির মধ্যে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ।
পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই সদরুল আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। পুকুরের একপাশে একটি সুপারি গাছ ভাঙা পড়ে আছে এবং তার নিচে একটি জুতা দেখা যায়। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি কার এবং কীভাবে এখানে এলো, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি কেউ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয় নি, পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে।