নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মাইজদীতে বিক্ষোভ
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মাইজদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা। নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালিত হলো। মিছিলে হাজারো মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলার একটি নোয়াখালী। দেশে বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে এখানকার প্রবাসীদের হাত ধরে। অথচ ষড়যন্ত্রমূলকভাবে নোয়াখালী অঞ্চলকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন প্রশাসনিক বিভাগ করার চেষ্টা চলছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে স্বতন্ত্র ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার দাবি জানানো হয় সমাবেশে।
এসময় বক্তব্য দেন- নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ইয়াসিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
এর আগে গতকাল বৃহস্পতিবার ও একই দাবিতে সোনাইমুড়ীতে বøকেড এবং চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।





















