ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

যশোরে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ, নড়ছে না প্রশাসন

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার বাহাদুরপুরে সরকারি ভিজিএফ কার্ডের ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে মিলন শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ সরকারি বরাদ্দের ওই চাল হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। এ ঘটনায় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে গত ৪ মে ২০২৫ তারিখে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। তবে এখনো পর্যন্ত অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ভিজিএফ চাল আত্মসাতের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসন কিংবা রাজনৈতিক কোনো মহল থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী দুই নেতার সহযোগিতায় মিলন শেখ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
যুব অধিকার পরিষদের নেতাদের দাবি, মিলন শেখের অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের কারণেই সংগঠনের অনুমোদিত জেলা কমিটি মেয়াদপূর্তির আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।
অভিযোগ রয়েছে,বহিষ্কারের পর মিলন শেখ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে হয়রানির চেষ্টা চালাচ্ছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ, নড়ছে না প্রশাসন

আপডেট সময় :

যশোর সদর উপজেলার বাহাদুরপুরে সরকারি ভিজিএফ কার্ডের ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে মিলন শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক মিলন শেখ সরকারি বরাদ্দের ওই চাল হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। এ ঘটনায় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে গত ৪ মে ২০২৫ তারিখে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। তবে এখনো পর্যন্ত অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ভিজিএফ চাল আত্মসাতের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসন কিংবা রাজনৈতিক কোনো মহল থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী দুই নেতার সহযোগিতায় মিলন শেখ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
যুব অধিকার পরিষদের নেতাদের দাবি, মিলন শেখের অনৈতিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের কারণেই সংগঠনের অনুমোদিত জেলা কমিটি মেয়াদপূর্তির আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।
অভিযোগ রয়েছে,বহিষ্কারের পর মিলন শেখ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে হয়রানির চেষ্টা চালাচ্ছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।