ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

বান্দরবান ও রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্টদের কর্মশালা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিউনিটি বেস্ড ট্যুরিজম (সিবিটি) উন্নয়নের পরিকল্পনা ও সুপারিশ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা ও রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বান্দরবানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সহায়তায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (PROGRESS) Project এর Validation Workshop on the Findings and Recommendations of Tourist Destinations বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও PROGRESS প্রকল্পের ফোকাল ম্যা ম্যা নু,সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য
মোঃ হাবীব আজম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, বান্দরবান পার্বত্য পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার জালাল মোঃ আশফাক,আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর চট্টগ্রাম অফিস প্রধান, সিনিয়র প্রোগ্রাম অফিসার আলেক্সিয়াস চিসাম,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের PROGRESS প্রকল্প সমন্বয়কারী সবুজ চাকমা সহ কর্মশালায় বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রাইভেট সেক্টর প্রতিনিধি (মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমিতি, হোটেল ও রিসোর্ট মালিক এসোসিয়েশন, চেম্বারস্ অব কমার্স, উইমেন চেম্বারর্স অব কমার্স, ট্যুর অপারেটরস্), ট্যুরিষ্ট পুলিশ ও এনজিও’র প্রধান/প্রতিনিধিবৃন্দ এবং রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদের PROGRESS প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় কর্মশালায় PROGRESS প্রকল্প সংক্রান্ত সম্যক ধারনা দেন আলেক্সিয়াস চিসাম, হেড অব চট্টগ্রাম অফিস (সিনিয়র প্রোগ্রাম অফিসার), ILO-বাংলাদেশ। Findings & Recommendations on Tourist Destinations এর উপর মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন লেলুং খুমী (কনসালটেন্ট), হান হান (কনসালটেন্ট), সাইং সাইং উ নিনি (কনসালটেন্ট)। কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলার জন্য লংবাইতং পাড়া ও ম্রলং ঝর্ণা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলায় কামিলাছড়ি পূর্ব পাড়া ও কামিলাছড়ি পশ্চিম পাড়া এলাকায় কমিউনিটি বেস্ট ট্যুরিজম কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।
কর্মশালায় সঞ্চালনা করেন খেমাজন ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী, PROGRESS প্রকল্প, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবান ও রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্টদের কর্মশালা

আপডেট সময় :

কমিউনিটি বেস্ড ট্যুরিজম (সিবিটি) উন্নয়নের পরিকল্পনা ও সুপারিশ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা ও রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বান্দরবানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সহায়তায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (PROGRESS) Project এর Validation Workshop on the Findings and Recommendations of Tourist Destinations বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও PROGRESS প্রকল্পের ফোকাল ম্যা ম্যা নু,সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য
মোঃ হাবীব আজম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, বান্দরবান পার্বত্য পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার জালাল মোঃ আশফাক,আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর চট্টগ্রাম অফিস প্রধান, সিনিয়র প্রোগ্রাম অফিসার আলেক্সিয়াস চিসাম,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের PROGRESS প্রকল্প সমন্বয়কারী সবুজ চাকমা সহ কর্মশালায় বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রাইভেট সেক্টর প্রতিনিধি (মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমিতি, হোটেল ও রিসোর্ট মালিক এসোসিয়েশন, চেম্বারস্ অব কমার্স, উইমেন চেম্বারর্স অব কমার্স, ট্যুর অপারেটরস্), ট্যুরিষ্ট পুলিশ ও এনজিও’র প্রধান/প্রতিনিধিবৃন্দ এবং রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদের PROGRESS প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় কর্মশালায় PROGRESS প্রকল্প সংক্রান্ত সম্যক ধারনা দেন আলেক্সিয়াস চিসাম, হেড অব চট্টগ্রাম অফিস (সিনিয়র প্রোগ্রাম অফিসার), ILO-বাংলাদেশ। Findings & Recommendations on Tourist Destinations এর উপর মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন লেলুং খুমী (কনসালটেন্ট), হান হান (কনসালটেন্ট), সাইং সাইং উ নিনি (কনসালটেন্ট)। কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলার জন্য লংবাইতং পাড়া ও ম্রলং ঝর্ণা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলায় কামিলাছড়ি পূর্ব পাড়া ও কামিলাছড়ি পশ্চিম পাড়া এলাকায় কমিউনিটি বেস্ট ট্যুরিজম কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।
কর্মশালায় সঞ্চালনা করেন খেমাজন ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী, PROGRESS প্রকল্প, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।