তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হীরা মিয়ার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশাটি ইউনিয়নের মন্ডলসেন গ্রামের পালপাড়া এলাকায়।
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে যানা যায় , মন্ডলসেন পালপাড়া এলাকার এক হিন্দু কৃষকের তিন বছর বয়সী মেয়ে শিশু রবিবার দুপুরে প্রতিবেশি জনৈক চাঁন মিয়া মুন্সির বাড়ির পেছনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী যুবক হীরা মিয়া শিশুটিকে কোলে নিয়ে আদর করার ছলে পাশের সবজি ক্ষেতে নিয়ে যায়।
পরে সেখানে ওই শিশুর সহপাঠি শিশুদের একজন দৌড়ে গিয়ে বিষয়টি শিশুটির বাবাকে জানায়। শিশুর বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান হীরা মিয়া সবজি ক্ষেতের ভেতরে শিশুটিকে শুইয়ে রেখে ধর্ষণের চেষ্টা করছে। বাবা সেখান থেকে শিশুটিক উদ্ধার করেন। পরে এই ঘটনায় শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত হীরা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এমন ঘৃণ্য ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হোক।





















