ইসলামী ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে অবৈধ নিয়োগ বাতিল দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাক্রমে নিয়োগের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ ও গাইবান্ধা জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মোঃ হুমায়ুন ফারহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবু সাঈদ, মিজানুর রহমান, আব্দুল বাসেদ মন্ডল, নিরব ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগগুলো বাতিল করতে হবে। স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ নামে বে নামে বিদেশে টাকা পাচার করেছে, সেগুলো ফেরত আনার জন্য সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার দাবিও তোলেন । আমরা যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলাম তাদেরকে যোগদান করে চাকরী বিধি অনুযায়ী বেতন ভাতা দিতে হবে।





















