ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পীরগঞ্জে আশ্রম দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বোলদিয়ারা আনন্দ উত্তরা আশ্রম দখলের চেষ্টার প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয়েছে। বোলদিয়ারা আনন্দ উত্তরা মাষ্টার ইউনিট এলাকায় আনন্দ মার্গ প্রচার সংঘের স্থানীয় মার্গী ভক্তের একটি অংশ এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আনন্দ মার্গ প্রচার সংঘের আর এস ও চেয়ারম্যান আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, আনন্দ উত্তরার রেক্টর আচার্য গোপেন্দ্রানন্দ অবধূত, মার্গী ভক্ত প্রদীপ কুমার রায়সহ স্থানীয় মার্গীবৃন্দ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বোলদিয়ারা আনন্দ মার্গ প্রচার সংঘের অপসারিত আর এস আচার্য সুজিতানন্দ অবধূত তিন দিন ব্যাপী কির্তন দিবসের নামে অন্যায় ভাবে আনন্দ মার্গ দখল করার চেষ্টা করছেন। তার এ অপচেষ্টা সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে।
এ বিষয়ে আচার্য সুজিতানন্দ অবধূত বলেন, আমি অবৈধ আর এস না, আমি আইন মেনে আশ্রমে আছি, কোর্টের রায় আমার পক্ষে আছে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে আশ্রম দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বোলদিয়ারা আনন্দ উত্তরা আশ্রম দখলের চেষ্টার প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয়েছে। বোলদিয়ারা আনন্দ উত্তরা মাষ্টার ইউনিট এলাকায় আনন্দ মার্গ প্রচার সংঘের স্থানীয় মার্গী ভক্তের একটি অংশ এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আনন্দ মার্গ প্রচার সংঘের আর এস ও চেয়ারম্যান আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, আনন্দ উত্তরার রেক্টর আচার্য গোপেন্দ্রানন্দ অবধূত, মার্গী ভক্ত প্রদীপ কুমার রায়সহ স্থানীয় মার্গীবৃন্দ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বোলদিয়ারা আনন্দ মার্গ প্রচার সংঘের অপসারিত আর এস আচার্য সুজিতানন্দ অবধূত তিন দিন ব্যাপী কির্তন দিবসের নামে অন্যায় ভাবে আনন্দ মার্গ দখল করার চেষ্টা করছেন। তার এ অপচেষ্টা সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে।
এ বিষয়ে আচার্য সুজিতানন্দ অবধূত বলেন, আমি অবৈধ আর এস না, আমি আইন মেনে আশ্রমে আছি, কোর্টের রায় আমার পক্ষে আছে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন ।