সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুর প্রতিনিধি
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি, সাহসে লড়ি,, দেশের কল্যানে কাজ করি শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং , উপজেলা প্রকৌশলি আছহাবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকরি অফিসার সাখাওয়াত হোসেন,
শিক্ষক রুহুল আমিন, ছাত্রী আসমা খাতুন প্রমূখ।




















